বগুড়া বিআইসিটিএল নিউজ ডেস্কঃ বগুড়া সদর এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতিক চেয়ে আজ বিকাল ৫ ঘটিকায় মাঠে নেমেছে জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক জনাব প্রণয় কুমার দত্ত।
উক্ত র্নিবাচনে নৌকা র্মাকা প্রত্যাশী জনাব প্রণয় কুমার দত্ত গত ২বছর ধরে ইউনিয়ানে উন্নয়ন ও নানামুখী জনসেবা মুলক কাজ করে চলেছেন । বৃক্ষ রোপন,অসহায় মানুষের পাশে দাড়ানো,রক্তদান কর্মসূচী,রাস্তা মেরামত সহ ইত্যাদি নানামুখী কাজ করে চলেছেন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৪নং এরুলিয়া ইউনিয়ান র্নিবাচনে প্রণয় কুমার দত্তকে নৌকার প্রতিকে এলাকাবাসীর দাবী৷

