নিউজ ডেস্কঃ জুয়েল হাসান(গোবিন্দগঞ্জ)
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুলিশের অভিযানে গোবিন্দগঞ্জ – দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এসআর পরিবহনে তল্লাশী করে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,৬ সেপ্টেম্বর সোমবার রাত অনুমান সাড়ে ১০ ঘটিকার পরে গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ কর্মকর্তা এস আই আরিফুল ইসলাম আরিফ,এসআই আকতার হোসেন, এএসআই মুশফিক,এ,এস আই মাসুদ,এ,এস আই সাইফুল-২ দের নেতৃত্বে ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ বাঁধন পেট্রোল পাম্পের সন্নিকটে দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহনের বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী আসামি ১। মাসুদ রানা(২০) পিতা মৃত হামিদুল সাং দল্লা নুনামাটি ২। নুর ইসলাম(২১)পিতা হাফিজার সাং দল্লা বানিয়াখাড়ি উভয় থানা চিরিরবন্দর ও আসামি ৩। সাকিব(২০) পিতা বাবলু মিয়া সাং বড়াইপুর থানা কোতোয়ালি সর্ব জেলা দিনাজপুরদের সাথে থাকা ৩ টি স্কুল ব্যাগ তল্লাশি করে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধার কৃর্ত মোট ৯৪ বোতল ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৬৬/- হাজার টাকা। এখবর নিশ্চিত করে অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে১ টি মামলা রুজু করা হয়েছে।

