“আমায় ছেড়ে সুখে আছো”
কবিঃ মো মুন্জুরুল আলম মোহন,
বগুড়া, আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক,
————————————————
আছো কি সুখে
তুমি আমায় ছেড়ে
বলোনা তুমি ওগো
একটি বার কাছে এসে।।
আঁধারের ঐ চাঁদ
আমায় কাছে ডেকে
দেখাে না কত সুখে
গল্প করে যে হেসে
তুমিও চাঁদের মতো
আমার পাশে বসে।।
গানের সুরে আমায় ডেকো
প্রিয় নামটি ধরে।
আসবে যেদিন খোঁজে
পাবেনা মৃত এই নগরে৷
খুঁজে প্রান
হারাবো যে বহুদুরে
হয়তো কোনদিন আর
আমার কাছে এসে
বলতে পারবে না কথা
তুমি ভালোবেসে।

