“কবি মনজুরুল আলম মোহন, বগুড়া ”
কত যে সুন্দর লাগছে তারে
আজ এই ভোরের আলোতে।।
ফেরানো যায় না দৃষ্টি কিছুতেই
দেখেছি শুধু আমি মুগ্ধ চোখেতে।
টানা টানা চোখেরই পাতায়
দিয়েছে কাজল আলতো ছোঁয়ায়।।
স্বপ্নটা কখনও শেষ না হয়।।
দুচোখ থাকে যেন ঘুমের ঘোরে।
কি যে হলো আমার এই মনে
দেখতে চাই তোমায় ক্ষনে ক্ষনে।।
দেওনা দেখা তুমি থেকো না সরে।।
নিজেকে রেখোনা আর আড়াল করে।

