তথ্য ও যোগাযোগ প্রতিদিন : রিয়াদুল, পটুয়াখালী বাউফল :
পটুয়াখালী জেলা বাউফল উপজেলা নাজিরপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড রামনগর তাঁতেরকাঠী বিদ্যুৎ শর্ট সার্কিটে আগ্নিয় দূর্ঘটনা ঘটে। রাজিক চৌকিদার বাড়ি এ অগ্নি দূর্ঘটনা ঘটে।
এতে বাড়ির মালিকের সব কিছু পুঁড়ে যায়। এতে অনেক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন বাড়ির মালিক।

