তথ্য ও যোগাযোগ প্রতিদিন : বগুড়াঃ
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ সেপ্টম্বর ২০২১ ইং তারিখ- ১৪.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সোনাতলা থানাধীন পূর্ব তেকানী মধ্য পাড়াস্থ মোঃ মাভেজ আকন্দ,পিতা মৃত আজিমুদ্দিন এর বাড়ির দক্ষিন পাশের কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ জুয়েল রানা (৩০), পিতা-মোঃ হেলাল উদ্দীন, সাং-তেকানী চুকাইনগর, ২। আল আমীন (২০),পিতা – মোঃ মামুদ আলী মন্ডল, সাং- পূর্ব তেকানী, উভয় থানা- সোনাতলা , জেলা-বগুড়াদ্বয়কে সর্বমোট ৪৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।

