তথ্য ও যোগাযোগ প্রতিদিন :
বগুড়া জেলা গাবতলি থানার নশিপুর ইউনিয়ন বড়ইটালী গ্রামে অন্ধকার রাস্তা আলোকিত করতে সরকার কর্তৃক সোলার প্যানেল ও ব্যাটারি সহ রোড ল্যাম্প স্হাপন করা হয়। গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে অনুমানিক ১ টার দিকে ৮ হাজার টাকা মুল্যের ব্যাটারি চুরি করে বিক্রি করে উক্ত গ্রামের মুখ চেনা নামধারি এক পেশাদার চোর।
উক্ত চোর সনাক্ত করেন অত্র গ্রামের মেম্বার আব্দুর রহিম রনজু। এর আগেও চুরি করে অনেক বার ধরা পড়ে, গ্রামবাসী জানায় দীর্ঘদিন সরকারী সম্পদ চুরি করে আসছে এবং এই চুরির প্রত্যক্ষ দোষী সাক্ষীও রয়েছে। উন্নয়ন বাঁধা গ্রস্হ হচ্ছে, যথাযথ দৃষ্টিপাত।

