তথ্য ও যোগাযোগ প্রতিদিন : বগুড়া নিউজ ডেস্ক :
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম আজ ১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রি: সকাল ১১.০০ ঘটিকায় তীব্র মাথা ব্যথা জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জিয়াউর রহমান মেডিকেল কলেজের আইসিইউ বিভাগের চিকিৎসকগণ তাকে অতি দ্রুত ঢাকায় প্রেরণ করে মস্তিষ্কের অপারেশনের মতামত প্রদান করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বিকেল ৪ টা ১৪ মিনিটে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে একটি এয়ার এম্বুলেন্স ভাড়া করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পুলিশ সুপার, বগুড়া জেলাসহ বগুড়া জেলা পুলিশের অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা পুলিশ সুপার ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের ভর্তি ও জরুরী চিকিৎসা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসার ব্যাপারে জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জেলা বগুড়া পুলিশ ও সাইফুলের পরিবার।

