তথ্য ও যোগাযোগ প্রতিদিন : গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একজন মুমূর্ষু রোগী (মহিলা) রক্তস্বল্পতা ও জন্ডিসে আক্রান্ত হয়। রক্তের গ্রুপ বি+ । বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ সংগঠন এর গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলার আশিক মাহমুদের সহায়তা ও রক্তদাতা অন্যজন মো মোনারুল ইসলাম বি+ রক্তদান করে রোগীর প্রান বাঁচাতে সক্ষম হন৷
জানা যায় রোগিটি দীর্ঘদিন ধরে কিডনী, লিভার, ও জন্ডিসে আক্রান্ত রোগী ছিল, এখন হিমোগ্লোবিনঃ ৪৩%, জরুরী ভিত্তিতে রক্ত দিতে হবে। তৎক্ষনাৎ পাশে দাড়ান আশিক মাহমুদ ও মোনারুল ইসলাম। রক্তদান মহান কাজ বাঁচাতে পারে একটি প্রাণ, যা তারা প্রমান করেছেন সমাজে সেবক হয়ে।

