তথ্য ও যোগাযোগ প্রতিদিন :
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একজন মুমূর্ষু রোগী বালিকা ( ১৪) রক্তস্বল্পতার ও পিড়া রোগে আক্রান্ত ছিলেন। রক্তের গ্রুপ ও পজেটিভ, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিলীগের সাঘাটা উপজেলার সভাপতি আশিক মাহমুদ।
তার সহায়তায় রক্তদাতা মজিদ ইসলাম 0+ ও নাম সুজন রক্ত গ্রুপ ০+ ২ ব্যাগ রক্তদান করে রোগির প্রাণ বাঁচাতে সক্ষম হন। এছাড়াও আরো অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
“যদি হই রক্তদাতা,🩸🩸
জয় করবো মানবতা” 🩸🩸

