তথ্য ও যোগাযোগ প্রতিদিন :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আবারও গণটিকা কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ (২৬ সেপ্টেম্বর) রবিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ দিন ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, প্রায় ৬ হাজার টিকাকেন্দ্র থেকে সারাদেশে এই টিকা দেওয়া হবে এবং যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে এই ক্যাম্পেইনে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র: ইত্তেফাক

