তথ্য ও যোগাযোগ প্রতিদিন :
দেশে করোনা মহামারির কারণে এ বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ বছরেও বিভিন্ন প্রতিকুলতায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

