তথ্য ও যোগাযোগ প্রতিদিন :
আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সম্ভব্য প্রার্থীদের বিজয়ী করার লক্ষে
মত বিনিময় সভা আজ শুক্রবার (০১ অক্টোবর) অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাদারা মান্নান শিল্পী, মাননীয় সংসদ সদস্য ৩৬ বগুড়া-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড মিনহাদুজ্জান লীটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল মান্নানের একমাত্র পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু( সদর ইউপি চেয়ারম্যান ও পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী) ও সোনাতলা উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করে নৌকা বিজয় সুনিশ্চিত করার আহবান জানানো হয় সভায়।

