তথ্য ও যোগাযোগ প্রতিদিন : বাংলাদেশে মহিলা আওয়ামী লীগ এর ত্রি বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়। শনিবার (২ অক্টোবর) উক্ত সম্মেলন সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন সাবেক এমপি, সভাপতি বাংলাদেশ মহিলা লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ অন্যান্য জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় মত বিনিময় ও সাংগঠনিক বক্তব্য শেষে জেলা মহিলা আওয়ামী লীগের নব কমিটি ঘোষনা করা হয়। সভাপতি হিসাবে সাংগঠনিক ঘোষণা করা হয় হেফাজত আরা মিরা এবং সাধারণ সম্পাদক – সাবিয়া সাবরিন পিংকি সরকার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখা।

