অনলাইন নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগ সব সময় জাতির পিতার আদর্শ নিয়ে চলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করবে। যার যার ধর্ম সে সে পালন করবে।”
ইসলাম শান্তির ধর্ম। যে যার ধর্ম পালন করবে। প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসঙ্গে শামিল হয়ে আনন্দ উপভোগ করত। কিন্তু মাঝে মাঝে কিছু দুষ্টু চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভেতরের এই চেতনাটাকে নষ্ট করতে চায়- এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” বুধবার বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

