“৫৭ বছর পরেও”
মোঃ শরিফুল ইসলাম, পাবনাঃ
———————————–
সেদিনের কথা আজ খুব মনে পড়ে
১৯৭৫ সালের ১৫ই আগস্ট,
আজ মনে হয় সেদিনে যারা
শেখ রাসেলের মতো ৬ বছরের ছোট্ট শিশুকে
হত্যা করেছিল
বঙ্গবন্ধুর মতো বিশ্ববন্ধুকে হত্যা করেছিল
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে
৩০ দিনের বিবাহিত পারভীন জামাল রোজী
অন্তঃসত্ত্বা আরজু মণি
৪ বছরের সুকান্ত বাবু
এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য মন্ডলীকে যারা হত্যা করেছিল
তারা পশুর চেয়েও নিকৃষ্ট
মানুষ হয়ে মানুষকে এরকম জগন্য অপরাধ করতে পারে না।
এরা সিমারের মতো পাষাণ।
ওদের ফাসি দিয়ে হত্যা করা উচিত
যারা ৬ বছরের রাসেল কে
৪ বছরের সুকান্ত কে
হত্যা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না।
দেখতে দেখতে শেখ রাসেলের জীবনের ৫৭ টি
বছর পার হয়ে গেলো।
অথচ ৬ বছর বয়সেই বিদায় নিতে হয়েছিল দেশের
জন্য।
আজ হয়তো বেঁচে থাকলে বাংলাদেশ অনেক কিছুই পেত।
দেশের জন্য ছোট্ট রাসেল
জীবন করেছে দান,
জাতীয় ভাবে বাংলার বুকে
পেয়েছে সম্মান।
বীরের মৃত্যু একবার হয়
কাপুরুষ মরে বার বার,
মানুষের অন্তরে বীর জন্ম নেয়
কাপুরুষ পুরে হয় ছাড়খার।
বীরের হয়না মরন
বার বার করে স্মরন,
যদিও দেহ হয় বিলীন
কৃতি তাহার রয় অমলীন। (সংক্ষেপিত)

