বগুড়া, রাশেদ :
বগুড়া সদর উপজেলায় অজ্ঞাত সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অটোভ্যান যাত্রী আব্দুর রাজ্জাকের (৫০) নামে এক ব্যক্তি হয়েছে। রবিবার (১৭অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাক শাহাজাহানপুর উপজেলার নন্দগ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।
বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো রবিবার রাজ্জাক শহরের রাজাবাজার থেকে পাইকারি দরে সবজি কিনে কলোনী এলাকায় নিজ দোকানে অটোভ্যানে চড়ে ফিরছিলেন। সকাল সাড়ে ৬টার সময় মোহাম্মদ আলী হাসপাতালের সামনে পেছন দিক থেকে অজ্ঞাত একটি সিএনজি অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গুরুতর আহত হন রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে ভর্তি করান। সেখানে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসাধীন থাকার পরে তিনি মারা যান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আমরা অজ্ঞাত সিএনজিকে শনাক্তে কাজ করছি। নিহতের পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

