তথ্য ও যোগাযোগ প্রতিদিন : ঢাকা, বাংলাদেশ :
আজ সোমবার ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন। শেখ রাসেল এর জন্মদিনে বনানী কবরস্থানে বাংলাদেশ ছাত্রলীগ এর পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় সহ অন্যান্য কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় সহ ঢাকাস্হ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। দোয়া কামনা ও অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে সফলভবে পালিত হলো শেখ রাসেলের জন্মদিন। মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , সজিব ওয়াজেদ জয় সহ অন্যান্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।

