তথ্য ও যোগাযোগ প্রতিদিন, বগুড়া, সোনাতলাঃ
উন্নয়ন ও উন্নত পৌরসভা গঠনে নৌকা মার্কায় ভোট দিন স্লোগানে বগুড়া জেলা সোনাতলা উপজেলা পৌরসভায় নৌকার জনসংযোগ প্রতিনিয়ত চলমান। মেয়রপ্রার্থী শাহিদুল বারী খান রব্বানী সহ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অধ্যাক্ষ আ. মালেক, উপজেলা কৃষকলীগ সভাপতি আ. লায়েস সহ উপজেলা ও পৌর দলীয় নেতাকর্মী ও সহয়োগি সংগঠন মাঠে নেমেছেন জনগনের দারপ্রান্তে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সাহাদারা মান্নান শিল্পী এমপি বগুড়া-১ ও উপজেলা সভাপতি আ.লীগ এড মিনহাদুজ্জামান লিটন এর নির্দেশনায় পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও সহয়োগি সংগঠনের নেতাকর্মী নিরলস কাজ করে চলেছেন।

