নিউজ ডেস্ক : বগুড়া জেলা গাবতলি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ত্যাগী ও সংগ্রামী নেতা লতিফুল বারী মিন্টু- চেয়ারম্যান নেপালতলি ইউনিয়ন পরিষদ। আগামী নির্বাচনে সুখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নৌকা প্রতিক প্রত্যাশী তিনি। তিনি জনগনের সেবক হয়ে কাজ করার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। চেয়ারম্যান থাকাকালে জনগনকে সেবা ও সরকারি সকল সুয়োগ সুবিধা সঠিকভাবে বন্টন করেন তিনি। গ্রামে রাস্তায় ডিজিটাল ইউপি গঠনে সচেষ্ট ভুমিকা পালন করে। রোড লাইট, বৃক্ষ রোপন, রাস্তা, ব্রিজ সহ নানামুখি কাজের মধ্য দিয়ে তিনি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছে।
অপদিকে বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মতিয়ার রহমান মতি একজন সৎ ও দক্ষ নেতা। প্রায়ত সংসদ সদস্য বগুড়া ১ মহোদয় আব্দুল মান্নান ও বর্তমান সাহাদারা মান্নান শিল্পী এমপি মহোদয়ের শ্রদ্ধাভাজন তিনি। জনগণের প্রতি সেবা ও তাহার ভাালোবাসায় তিনি পৌর মেয়র নির্বাচিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকারের মনোনিত নৌকা প্রার্থী হিসাবে। তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন উন্নত পৌরসভা গঠনে ও জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
বগুড়ার গাবতলি ও সারিয়াকান্দি ২ উপজেলার সংগ্রামী নেতাদের সহিত দীর্ঘদিনপর সৌজন্য সাক্ষাৎ এর হঠাৎ অল্পকিছু সুয়োগ মেলে ডিসি অফিসের কনফারেন্স সভা কক্ষে তাদের স্নেহ ভাজন রুমান মাহমুদ এর সহিত রবিবার ২৪ অক্টোবর ২০২১ ইং।
বগুড়া জেলা সোনাতলা উপজেলা জোড়গাছা ইউপির হাটকরমজা পশ্চিম করমজা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান রুমান মাহমুদ। তিনি বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (তৃনমুল আ.লীগ সভাপতি) এর দোহিত্র ও ত্যাগী আ.লীগ পরিবারের সন্তান। আ.লীগে পক্ষে কাজ করা ও উন্নয়ন প্রচারনায় আ.লীগকে সম্মানিত করতেই পথ চলা ictlbd.org ও তথ্য ও যোগাযোগ প্রতিদিন। সৌজন্যে, হাটকরমজা- পার্টিঅফিস, সোনাতলা, বগুড়া।

