বগুড়াঃ
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের ঘোষিত অবৈধ কমিটি বাতিলের দাবিতে সোমবার (২৫ অক্টোবর) বিকালে শহরের মাটিডালি বিমান মোড়ে বগুড়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২ অক্টোবর ২০২১ সম্মেলনে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, অর্থনৈতিক লেনদেন ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের সাময়িক অব্যাহতি প্রদানে প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও গত ১৭ অক্টোবর ২০২১ শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, ২৩ অক্টোবর কাহালু উপজেলা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন ও সমাবেশ করে, সোমবার মানববন্ধন ও সমাবেশে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাকছুদা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ স্বপ্না চৌধুরী, মা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা, সদর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজ হক, সেলিনা আক্তার, নাজমুন নাহার, রূপালি বেগম, তুহিনা খাতুন, আশা খাতুন, মাহফুজা খাতুন, শিল্পী, শারমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

