বগুড়া :
বগুড়া জেলা সোনাতলা উপজেলা পরিষদ চত্ত্বরে আজ বুধবার ২৭ অক্টোবর ২০২১ ইং এসিআই কোং এর “কম্বাইন হারভেস্টার” কৃষকের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জনপদের কৃতি সন্তান সারিয়াকান্দি সোনাতলা উন্নয়নের রূপকার মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী ৩৬ বগুড়া -১।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড. মিনহাদুজ্জামান লীটন সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও সভাপতি সোনাতলা উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার – সাদিয়া আফরিন। এছাড়াও অসিম কুমার নতুন চেয়ারম্যান মধুপুর ইউপি, উপজেলা কৃষক লীগ সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, নবিন আনোয়ার কমরেডসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

