বগুড়াঃ বগুড়া জেলা গাবতলী উপজেলাতে এক গৃহবধৃর রহস্যজনক মৃত্যু ঘটেছে। জানা যায়,গাবতলীর সুখানপুকুর নতুরপাড়া গ্রামে আরিফুলের স্ত্রী ৩ সন্তানের জননী ২৭ অক্টোবর অনুমানিক রাত ৩টার সময় মোছাঃ রিপা বেগম (৩২) এর অস্বাভাবিক রহস্যময় মৃত্যু হয়েছে বলে সূত্র জানায়।
পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে এবং লাশ খাটে সোয়া অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস.আই শামিম ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায়। কি ঘটেছিলো? বিষয়টির সঠিক তদন্তে ন্যায় প্রতিষ্ঠার দাবি জনতা ও ভূক্তভুগি পরিবারের।

