আজ শুক্রবার (২৯ অক্টোবর) টি -টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ এর ৩য় ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সাথে মাত্র ৩ রানে হেরেছে। এর আগে সুপার টুয়েলভ পর্বে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার দুই দলের জন্যই আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। সেই ম্যাচে গেইলদের কাছে ৩ রানে হারল বাংলাদেশ। ১ম ম্যাচে হেরেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে। ২য় ম্যাচে ইংল্যান্ডের কাছে।
ওয়েস্ট ইন্ডিজ এর দেওয়া ১৪৩ রানের ছুড়ে দেওয়া টার্গেটে ১৩৯ রান করে ২০ ওভারে। শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ৪ রান। ব্যাটিং এ ক্যাপ্টেইন মাহমুদউল্লাহ। ১৬ কোটি বাঙ্গালীদের আশার প্রদীপ নিভে দিলো মাহমুদউল্লাহ। ব্যাটে বলে সংযোগ না হওয়ায় কোনো রান আসেনি। ৩ রানে পরাজিত হয় বাংলাদেশ। ভাগ্যটা যেনো সহায় হলোনা ক্যাপ্টেনের। আগামীর স্বপ্নে সকল ভুল থেকে শিক্ষা নিয়ে সাফল্যের দিকে এগোতে হবে বাংলাদেশ।

