ঢাকা: আজ শুক্রবার এমপি ঢাকা -১৯ এনামুর রহমান এমপি রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের জামে মসজিদে জুম্মার নামাজে অংশ নেন। মসজিদে শান্তির ধর্ম ইসলামের দ্বীনের দাওয়াত সম্পর্কিত আলোচনা:
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজ থেকে বিরত রাখবে।’ (সূরা আল ইমরান, আয়াত-১০৪)
পবিত্র কুরআনে দ্বীনের দাওয়াতকে মুসলমানদের ওপর ফরজ করে দেয়া হয়েছে।আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘‘তোমাদের বানিয়েছি এক মধ্যপন্থী জাতি, যেন তোমরা বিশ্বমানবের পথপ্রদর্শক হতে পারো।’ (সূরা বাকারা,আয়াত ১৪৩)।
ইসলামী আদর্শ ও বিধানেরই এক অবিচ্ছেদ্য অংশ ইসলামের দাওয়াত।
বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-এর আগমনের মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত দ্বিনের প্রচার ও প্রসার। নবী করিম (সা.)-এর যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত যুগে যুগে ইসলামের মনীষীরা এই গুরুদায়িত্ব পালন করেছেন।
দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন,সমাজ থেকে রাষ্ট্রে সৌহার্দ্য ও শান্তির পথ খুলে দিতে পারে ইসলামের প্রকৃত মর্মবাণী।কুরআন এবং রাসূলের দেখানো পথই কেবল খুলে দিতে পারে মানবতার বিবেক।তাই শান্তির ধর্ম ইসলামের দ্বীনের দাওয়াত দিতে এসেছি রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের জামে মসজিদে : এমপি ঢাকা-১৯ এনামুর রহমান।
হে আল্লাহ আপনি আমাদের ধর্মান্ধতা থেকে মুক্ত করুন। প্রকৃত ইসলামের আলোকে আমাদের ঈমান, আমল, তাওহিদ, রিসালাত আর আখেরাতকে হেফাজত করুন।
আমিন।

