বগুড়াঃ
বগুড়ায় অটোরিকশা চালক মেহেদী হাসান (২৫) হত্যা রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। নিহতের অটোরিকশা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
বুধবার দুপুর ১২ টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদরের নারুলী মধ্যপাড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে শাকিব হাসান (২৪) নুর আলমের ছেলে সোহেল রানা (২৩ ) ও সাবগ্রাম এলাকার ছালাম প্রামাণিকের ছেলে আপেল প্রামাণিক (২০)।

