শোকবার্তা
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
ঢাকা: ১৬ নভেম্বর ২০২১
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন মোঃ একাব্বর হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি আজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা: শহিদুল আলম মজুমদার, জনসংযোগ কর্মকর্তা, আইসিটি বিভাগ,

