হে প্রিয় – আপনি জেনে রাখুন,
————————
‘আমার প্রতি অবিচার করা হয়েছে,
আমার প্রতি অন্যায় করা হয়েছে,”
‘সত্য কোন একদিন প্রকাশিত হবেই,
৫ বছর-১০ বছর, নয় তো শত শত বছর পর,
হয়তো তখন আমি থাকবো না”।
“আমার বিজয় অবদান কোথাও বলা হবেনা,
লেখা হবে না আমার প্রতি অত্যাচারিত নিপিড়ীতের ইতিহাস।’
“রক্ষক ও বিচারকের কাছে ন্যায়ের আশায়, যদি না পাই সুবিচার, তবে ভুল টাই রয়ে যায় চিরকাল, নিরোপরাধের প্রতি হয় অবিচার’।
মোঃ রুমান মাহমুদ।
————————-

