এস এম সালমান হৃদয় বগুড়াঃ
বগুড়া সদরের শাখারিয়া ইউপি নির্বাচনে নৌকা মার্কার অফিস ভাংচুর ও সাধারন মানুষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা আলহাজ¦ শাহিদুর রহমান ফটু মাস্টারের সভাপতিত্বে অনুৃষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব পল্লীমঙ্গল হাট শাখারিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডঃ জাকির হোসেন নবাব। সভায় আরোও বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী প্রভাষক এনামুল হক রুমি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া জেলা ছাত্র লীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, প্রচার সম্পাদক মুকুল ইসলাম, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মাহবুবুর রহমান বাদশা, আলহাজ¦ শাহিদুর রহমান, নজরুল ইসলাম, শাখারিয়া ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি বাছেদ মোল্লা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী। সভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহবান জানান।

