বগুড়া, নন্দিগ্রামঃ
ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নারীর আপত্তিকর/মানহানিকর ছবি পাঠানো এবং উত্ত্যক্তকরণের অভিযোগে টিম নন্দীগ্রামের জালে ০১ ব্যক্তি গ্রেফতার।
অপরদিকে নন্দীগ্রাম থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানে মহাকুড়ি গ্রামের মাদক বিক্রেতা শ্রী শ্যামল চন্দ্র প্রামাণিক (৩৫) গাঁজাসহ গ্রেপ্তার।

