বগুড়া:
বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকার মাঝি) জনাব রিজু হোসাইন রিজুর বাসা বাড়ি ও তার নির্বাচনী অফিসে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের নিশিন্দারা ইউপির চেয়ারম্যান প্রার্থী রিজুর বাসা বাড়ি ও নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও ইন্সপেক্টর (অপারেশন) মোঃ শাহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পরিত্যক্ত একটি ককটেল নিস্ক্রিয় করেছেন।

