লক্ষীপুর জেলাঃ লক্ষীপুর জেলার, রামগঞ্জ উপজেলার, ৪ নং ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান সজিব দূর্বিত্তদের হামলায় নিহত হয়েছে।
বাবা আব্দুস ছাত্তার এর পুত্র সাজ্জাদুর রহমান সজিব।
গতকাল রোববার (২৮ নভেম্বর ২০২১ ইং) ইউপি নির্বাচন শেষ হওয়ার ৩০ মিনিট আগে কিছু হেলমেট পরিহিত লোক এসে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি ঘটে বিকাল ৩ টা ৩০ মিনিটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যু সজিবের পরিবার ন্যায় বিচারদাবি করে আসামীদের গ্রেফতার ও ফাঁসী কামনা করে।
কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস রিলিজে শোক প্রকাশ, তিব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের অনুরোধ জানিয়েছে।

