বিশেষ প্রতিবেদক:
তথ্যপ্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালকের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
এদিকে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) তথ্যপ্রতিমন্ত্রী ড.মুরাদ হোসেন তার ভেরিফাই ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে এবং আরোও জানান মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। নিম্নে তার পোস্ট টি তুলে ধরা হলোঃ
ড. মুরাদ হোসেন এর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।
মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু “
সূত্র : ড. মুরাদ হোসেন ফেসবুক পেজ ।

