বগুড়া, গাবতলিঃ
বগুড়ার গাবতলীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৪০) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলাটি করেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল হান্নান গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকার খেরু প্রামানিকের ছেলে এবং পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক।
এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ যুবলীগ নেতা আব্দুল হান্নানের প্রতিবেশী। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই নারীর বাড়িতে প্রবেশ করে পাশে পুকুরপাড়ের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা করেন ওই গৃহবধূ। ঘটনার পর থেকে যুবলীগ নেতা আব্দুল হান্নান পলাতক। তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। এজন্য তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে বিভিন্ন ভাবে ধর্ষিত গৃহবধূকে হুমকি ও নানা মুখী প্রতিকুলতা সৃষ্টি করেছে আসামিপক্ষ। বিষয়টির দৃষ্টিপাত।পক্ষান্তরে মামলাটি সাজানো ও পরিকল্পিত কি না বিষয়টি খতিয়ে দেখার দৃষ্টিপাত। সঠিক তদন্তে ন্যায় প্রতিষ্ঠা সকলের কাম্য।

