তথ্য ও যোগাযোগ প্রতিদিন :
বগুড়া জেলার সোনাতলা উপজেলা জোড়গাছা ইউপি ৭ নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কায় মেম্বার পদপ্রার্থী শাহাদত জামান লিটন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ডে সফল ও জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জনগনের সেবক হয়ে কাজ করে চলেছেন সব সময়।
নানামুখী উন্নয়ন ও সমাজ সেবা মুলক কাজে জিবনের প্রতিটি সময় ছাত্র জিবন থেকেই অতিবাহিত করেন। তাহাকে জনগণ মুল্যায়ন করে ও সমর্থন করে। একজন সৎ ও যোগ্য শিক্ষিত নেতা ও প্রতিনিধিকে চায় জনগন,
মেম্বার হিসাবে বিজয়ী হলে জনগণের সেবা ও উন্নয়ন সমুহ হবেঃ
– উন্নয়ন ও উন্নত জনসেবা নিশ্চিত করা।-
ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। – সরকারী সকল সুয়োগ সুবিধা সঠিকভাবে জনগণের মাঝে বন্টন।
-কৃষিকাজে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মাত্কালিন ভাতা, ইত্যাদি সকল সুয়োগ সুবিধা সঠিকভাবে জনগণের মাঝে বন্টন।
– শাসক নয় সেবক হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন ও সুনাম অর্জন করা।
– জনগণের মাঝে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা।
– ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সমাজ গড়া।
– চাঁদাবাজমুক্ত মাদকমুক্ত সমাজ গঠন।
– জনগনের সকল সুয়োগ সুবিধা সৃষ্টি এবং প্রতিটি গ্রামে মহল্লায় জনগনের খুব কাছে থেকে তাদের সুঃখ দুঃখ কস্ট লাঘবে কাজ করা। ইত্যাদি সর্বপরি একটি উন্নয়নশীল দেশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সুনাম বজায় রাখতে সততা ও ন্যায় পরায়ন হিসেবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন শাহাদত জামান লিটন । তিনি ৩১ তারিখ নির্বাচনে জনগনের দোয়া ও টিউবওয়েল মার্কায় ভোট কামনা করেন।

