বগুড়াঃ বগুড়া জেলা সোনাতলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনের সরকারি বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে সোনাতলায় পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সবাই চলে যায়। এসময় কয়েকজন দুর্বৃত্ত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনের সরকারি বাসভবনে হামলা করে। দুর্বৃত্তরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে বাসভবনের দুটি গ্লাস ভেঙে যায়।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন জানান, দুপুরে মানববন্ধন করে পৌর মেয়র নান্নুর লোকজন মিছিল নিয়ে সরকারি বাসভবনের পাশ দিয়ে যাওয়ার সময় এই হামলা চালায়।
হামলার বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, উপজেলা চেয়ারম্যান ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হামলায় জড়িতদের সন্ধান চলছে।

