বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৩৬ টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ৪৫ দশমিক ৩৪ শতাংশ। এর আগের দিনে আক্রান্তের হার ছিল ৩৩ দশমিক ৯৪ শতাংশ।
জেলা স্বস্হ্য দপ্তরের তথ্যানুযায়ী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক) ও টিএমএসএম কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩ জন।
এদের মধ্যে বগুড়া সদরের ৯৬ জন,দুপচাঁচিয়ার ৪ জন, শেরপুরের ৩জন এবং বাকি ৪ জন গাবতলী, শাজাহানপুর, শিবগঞ্জ ও কাহালুর বাসিন্দা।

