শিক্ষা :
আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন। যা গত বছর ছিল ৪ হাজার ৪৮ জন। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।
এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ, কারিগরি বোর্ডে ৯২ দশমিক ৮৫ শতাংশ ও মাদরাসা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ শতাংশ।
মাদরাসা বোর্ডের অধীনে এক লাখ ৬ হাজার ৫৭৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন এক লাখ এক হাজার ৭৬৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন, যা গত বছর ছিল ৪ হাজার ৪৮ জন। এবার জিপিএ ৫ পাওয়ার হার ৪ দশমিক ৫৭ শতাংশ। গত বছর অটোপাস হওয়ায় শতভাগ পাসের হার হলেও এবার পাসের হার কমে ৯৫ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে।
মাদরাসা বোর্ডের অধীনে সারাদেশে ২ হাজার ৬৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করেছে এক হাজার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

