বগুড়াঃ
গতকাল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া এর নবীনবরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বগুড়া ০১ আসনের সাংসদ #সাহাদারা_মান্নান মহোদয়। গ্রহণ করেন প্রাক্তন কৃতী ছাত্রী হিসেবে সম্মাননা স্মারক। দিনব্যাপী ফিরে যান ক্যাম্পাসের সেই সোনালী অতীতে। ঘুরে ঘুরে দেখেন সমগ্র ক্যাম্পাস, বক্তব্যে স্মৃতিচারণ করতে হয়ে যান আবেগাপ্লুত।
এছাড়াও উপস্হিত ছিলেন তাহার সুপুত্র শাখাওয়াত হোসেন সজল। অধ্যাক্ষ প্রভাষক এবং সকল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান পালিত হয় মনোরম পরিবেশে।

