ঢাকাThursday , 7 April 2022
  1. Engineering
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও দূর্যোগ
  7. ইসলাম
  8. উন্নয়ন
  9. কবিতা
  10. কুরআন/সূরা
  11. কৃষি
  12. কোভিড-১৯
  13. খেলাধুলা
  14. গনমাধ্যম
  15. জব
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় প্রেমিকার গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় প্রতারক প্রেমিক গ্রেপ্তার

bd-tjprotidin
April 7, 2022 1:06 pm
Link Copied!

 

আব্দুল আকিম / স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় প্রেমিকার সাথে গোপন ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে সুজন কুমার রায় (৩৫) নামের এক প্রতারক প্রেমিককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)।

বুধবার ঢাকার মহাখালী কাচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন শহরের জয়পুরপাড়া এলাকার হরিশংকর রায়ের ছেলে। গ্রেফতারের সময় আসামীর কাছ থেকে একটি সিমসহ স্মার্টফোন জব্দ করে ডিবি।

বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, প্রায় দুই বছর আগে কাপড়ের ব্যবসা করার সুবাদে এক নারীর সাথে সুজনের পরিচয় হয়। ওই নারী শাড়ী ও পাঞ্জাবিতে ব্লক বা ডিজাইনের কাজ করতো এবং সুজনের মাধ্যমে সেই কাজ করা শাড়ীগুলো মার্কেটে বিক্রি করত। এই ভাবে ব্যবসা করার কারণে গত এক বছর আগে ওই নারীর সাথে সুজনের ভাল সম্পর্ক তৈরী হয় এবং এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।

এরপর থেকে উভয়ে মেসেঞ্জারে অডিও ভিডিও কলে কথাবার্তা শুরু হয়ম মেসেঞ্জার চ্যাটিং করার সময় সুজন ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও চাইলে তা দিতে অস্বীকার করে। পরবর্তীতে সুজন ওই নারীকে তার বন্ধুর জন্মদিনের দাওয়াতে যাওয়ার কথা বলে চকসূত্রাপুর একটি বাসায় নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

সেই অন্তরঙ্গ মূহূর্ত গোপনে ভিডিও করে রাখে। পরে ওই নারীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সুজন বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সুজন ওই নারীকে বারবার বিয়ের প্রলোভন দেখিয়ে বিষয়টি গোপন রাখার কথা বলে।

পরে ওই নারীর সাথে সুজনের সম্পর্কের অবনতি ঘটলে সুজন তার ব্যবহৃত হোয়াটস এ্যাপ, ভাইবার, ফেসবুক আইডি এর মেসেঞ্জার থেকে গোপনে করা ভিডিও ও ছবি বাদীনির বিভিন্ন আত্মীয় স্বজনদের মাঝে এবং তার এলাকায় ছড়িয়ে দেয়।

তিনি আরও জানান সুজনের জব্দকৃত মোবাইলে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন জনের হোয়াটস এ্যাপ, ভাইবার, ফেসবুক আইডি এর মেসেঞ্জার প্রেরণের তথ্য প্রমান পাওয়া গেছে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।