সারিয়াকান্দি, বগুড়াঃ
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অনলাইন পত্রিকায় মশার উপদ্রবের সংবাদ প্রকাশিত হলে পৌর এলাকার সাধারণ নাগরিকদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে এই কর্মসূচি গ্রহন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব, পৌর কাউন্সিলর খোর্শেদ আলম, মামুনুর রশিদ তরফদার, মাহমুদুল হাসান মুনজু, ফজলুল করিম রাবু, মেহেদী হাসান সুফল, বজলার রহমান, সিতাবুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। এ বিষয়ে মেয়র মতিউর রহমান মতি অনলাইন গণমাধ্যমকে বলেন, পৌরসভার সকল ওয়ার্ডের পর্যায়ক্রমে মশা নিধনের কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

