ঢাকা সংবাদ: সামাজিক কাজ ও উন্নয়ন প্রচারে আওয়ামী লীগ এর পক্ষে প্রচারনায় বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ ictlbd এর ঢাকা দক্ষিণ মহানগর আংশিক কমিটি প্রকাশিত হয় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক প্রতিষ্ঠাতা সভাপতি সৎ নীতি আদর্শবান জনাব রুমান মাহমুদ ও সদস্য মশিউর রহমান তুহিন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস নোটিশে। সংগঠনটির ওয়েব সাইট ictlbd.org এবং মুল ফেসবুক পেজ ও গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংগঠন টির কাজ হলো মাঠ পর্যায় ও অনলাইন ওয়েব টিম হিসাবে কাজ করে দেশ ও দেশের উন্নয়নে আ.লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা।
২০১৮ সালের ১২ ডিসেম্বরে সংগঠনটির প্রতিষ্ঠাতা রুমান মাহমুদ সহ প্রতিষ্ঠাতা সদস্যদের হাত ধরে প্রথম যাত্রা শুরু হয় কোর্টে নোটারী পাবলিকে ঘোষনা প্রদানসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কার্যালয়ে আবেদন কৃত সংগঠনটি সুনামের সহিত উন্নয়ন প্রচারে ও সামাজিক উন্নয়নমুলক কাজ ও চিত্র তুলে ধরে।
নির্বাচনী প্রচারনা, সামাজিক উন্নয়নে গাছ লাপান পরিবেশ বাঁচান কর্মসূচী, রক্তদান, মাদকবিরোধী সহ অন্যান্য সামাজিক কাজ ও প্রচারসহ দেশের উন্নয়ন প্রচারে, সরকারি দিবস পালন সহ বিগত কিছু কার্যক্রমের পেপার কাটিং তুলে ধরা হয়েছে কার্যক্রমের অংশ বিশেষ হিসাবেঃ
ঢাকা দক্ষিণ মহানগর আংশিক কমিটি ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটি নিম্নরূপঃ
সভাপতিঃ আব্দুল্লাহ আল জুনায়েদ,
উপদেষ্টা সচিবঃ শেখ এম সানজিদা ফারহানা
সহ-সভাপতি মন্ডলী:
১.মোঃমনিরুজ্জামান শিপলু
২.মুশফিকুর সরন
(৩)এ বি তামিম সাইদ
(৪)এস এম মাহির অর্ক
(৫)নাবিদুল ইসলাম নিরব
৬.ফয়সাল ইবনে রহমান জয়
৭.জাবেদুল ইসলাম
৮.শাহ মোহাম্মদ সায়মন
৯.মোঃফয়জুল নাফিউল হাসান
১০.নাকিব হাসান তানভীর চৌধুরী
সাধারণ সম্পাদকঃ আমিনুল আহাম্মেদ
যুগ্ন-সাধারন সম্পাদক মন্ডলী: ১.জয় মজুমদার
২. মাজেদ আহাম্মেদ
৩. আব্দুল মুয়ীদ
সাংগাঠনিক সম্পাদকঃ মর্তুজা রাদ
সহ-সাংগাঠনিক সম্পাদক : সাব্বির খান,
প্রচার সম্পাদকঃ সাব্বির খান,
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ কাজী নজরুল ইসলাম
সহ শিক্ষা ও সংস্কৃতি বিঃ সম্পাঃ মোঃশরীফ রহমান
দপ্তর সম্পাদক:
আনাস আহমেদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোঃ মেহেদী হাসান
মাঠ পর্যায় ও অনলাইন পর্যায়ে ওয়েব টিম হিসাবে উন্নয়ন প্রচার সহ আ.লীগ ও সহয়োগি সংগঠনের সহিত সুসম্পর্ক বজায় রাখার আহবান জানানো হয় মর্মে কেন্দ্রীয় কমিটি আশাবাদী সৎ নীতি আদর্শবান নেতৃত্বে নিস্বার্থ ভাবে কাজ করে সুনাম অর্জন করে জননেত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী ও আ.লীগের পক্ষে কাজ করাই হবে উক্ত কমিটির প্রতিটি আদর্শবান সদস্যদের মুল লক্ষ্য।

