বগুড়াঃ বগুড়া জেলার সারিয়াকান্দিতে জাতির_জনক_বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের ও প্রয়াত জননেতা আব্দুল মান্নান এমপি এর আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল ২০২২।
মাননীয় সংসদ সদস্য বগুড়া ১ সাহাদারা মান্নান এমপি, তাহার পুত্র শাখাওয়াত হোসেন সজল, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ সহ সহয়োগি সংগঠনের নেতাকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

