আসকার বিন তারেক প্র: ইভান হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত গ্রেফতার
নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংগঠিত আসকার বিন তারেক প্রঃ ইভান হত্যা মামলায় গত ২৭-০৪-২০২২ খ্রি: রাত ১০ঃ০৫ ঘটিকায় কোতোয়ালি থানাধীন সিআরবি সাত রাস্তার মাথা হতে গ্রেপ্তার করা হয় মামলার অন্যতম অভিযুক্ত প্রিয়ম বিশ্বাস কে।
ইতোমধ্যে উক্ত হত্যাকাণ্ডে জড়িত এজাহার নামীয় ০১ নং অভিযুক্ত সহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রিয়মের বিরুদ্ধে ২০১৯ সালের দ্রুত বিচার আইনে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে বিষয়টি জানা যায়।

