নাটোরঃ
চলনবিলে কৃষকের ধান কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak এম,পি।
তিনি কৈগ্রাম এলাকায় শ্রমিকদের ধান কাটা দেখে গাড়ি থেকে কাঁদায় নেমে আখের আলী নামে এক কৃষকের জমির ধান কেটে দেন।
এসময় শ্রমিকরা মন্ত্রীর ধান কাটা দেখে অবাক হোন। মন্ত্রী বলেন আমি চলনবিলের কৃষকের সন্তান, মাটি ও মানুষের সন্তান।
লোকেশন সিংড়া কৈগ্রাম।

