নিজস্ব তহবিল থেকে ৩০০জন দুঃস্থ মহিলাকে আর্থিক সহায়তা দিলেন: এস এম লতিফুল বারী মিন্টু
২৮ এপ্রিল রোজ বৃহস্পতিবারঃ
পবিত্র ঈদুল- ফিতর উপলক্ষ্যে সুখান পুকুর বাসী তথা ৩০০ জন দুঃস্থ মহিলাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন,
সাবেক চেয়ারম্যান নেপালতলী ইউনিয়ন পরিষদ
ও বর্তমান চেয়ারম্যান পদ-প্রার্থী সুখানপুকুর ইউনিয়ন পরিষদ, গাবতলি, বগুড়া।
স্হগিত ১২ নং সুখানপুকুর ইউপি নির্বাচনে ১২ জুন ২০২২ ইং জনসমর্থনে ঘোড়া মার্কায় সকলের নিকট ভোট প্রত্যাশায় পুরনায় নির্বাচিত হয়ে জনসেবা করার অঙ্গিকার করেন তিনি।

