বগুড়াঃ রাশেদুল ইসলাম,
বগুড়ায় আব্দুর রাজ্জাক সরকার (৬৫) নামের আমেরিকা প্রাবসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার (০৩ মে) ঈদুল ফিতরের দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া মহিষাবাতান বন্দরে ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে। বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর তদন্ত জাহিদুল হক।
নিহতের ছেলে শোভন সরকার জানান, বাবার আমেরিকায় বসবাসের পাশাপাশি বগুড়াতে ব্যবসা আছে। বর্তমানে শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় আমরা বসবাস করি। ঈদ উদযাপনের জন্য বাবা গ্রামে গিয়েছিলেন। রাতের দিকে মহিষাবাতান বন্দরে বাবা আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ৬ টি মোটরসাইকেলে প্রায় ১৮ জন দুর্বত্ত বাবার উপরে হামলা চালায় ও কুপিয়ে হত্যা করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর জাহিদুল হক জানান, ঘটনার রহস্য উন্মোচনে আমরা কাজ করছি। শীঘ্রই জড়িতদের গ্রেফতার করা হবে।।

