গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের রাতের আধারে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে শিশুসহ ৩জন দগ্ধ হয়ে ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি ।সুখানপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মকার পাড়ার দুলাল কর্মকারের স্ত্রী দিপালী(৫০), ছেলের বউ বিনা রায়(২০) এবং তার নাতি ৩মাসের শিশু সূর্য এসিডে ৩জন দগ্ধ।
৬মে রাত অনুমানিক ৩টার সময় কে বা কাহারা ঘরের জানালা দিয়ে বিছানায় ঘুমন্ত অবস্থায় শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিড নিক্ষেপের কারনে সাথে সাথে ঘুম ভেঙ্গে গেলে ব্যাথায় চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে।দগ্ধ ৩জনকে চিসিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হলে তাদের কে ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে গাবতলীর মডেল থানা পুলিশসহ প্রশাসনের কয়েকটি টিম মাঠে নেমেছে।

