নিউজ ডেস্কঃ শাহারুল ইসলাম শাহীন
এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচি – বোয়ালীর অধীণে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৭ মে ২০২২, বিকেল ৩ টায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর হাইস্কুল মাঠে নবীন-প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে প্রবীণ দল নবীন দলকে ৪-২ গোলে হারিয়ে বিজয়ী হোন। সমৃদ্ধি কর্মসূচি -বোয়ালীর আওতায় চলতি বছরের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে এলাকার প্রায় ১২ শতাধিক বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণের মধ্যে বিজয়ী ২০৭ জনকে পুরষ্কার প্রদান করা হয়। পাশাপাশি, অনুষ্ঠানে ৫ জন নবীনকে শ্রেষ্ঠ সন্তান এবং ৫ জন প্রবীণকে শ্রেষ্ঠ-প্রবীণ হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. এ মাজেদ উদ্দিন খানসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মূলতঃ এলাকার বিভিন্ন বয়সের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে প্রতি বছর এ ধরণের কার্যক্রমের আয়োজন করা হয়। বোয়ালী ইউনিয়নে ২০১৮ সাল থেকে নিয়মিত এই ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। সাঘাটা গাইবান্ধা।

