বগুড়া :
বগুড়ায় ৪ টি স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ টিতে আওয়ামী লীগ মনোনীত ও অন্য ২ টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার ১৫ জুন সন্ধ্যায় নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানানো হয়। যারা বিজয়ী নির্বাচিত হয়েছেন তারা হলেন, গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর রহমান আলম। তিনি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৬০ টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৭১ টি । সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ৫৫ টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত আলী আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৫১১ টি । নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া। তিনি অটোরিকশা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ২৭০ টি এবং তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৯১৮ টি । কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাসুদ হাসান রঞ্জু। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৩২৬ টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুজ্জামান খান বদের নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছন ৫ হাজার ৮৬৩ টি।
গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মিলন প্রাং তিনি উঠ পাখি প্রতীক নিয়ে ৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইভিএমএ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। সারাদিন ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

